1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়া প্রেসক্লাবের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা ভাঙচুর ও আসামী ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার আরও ২ নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাবেক এমপি মোশারফ স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আমলের জন্মদিন উদযাপন নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান  ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই ব্যবসায়ী কে অর্থদন্ড প্রদান জগতবেড়ে জমি নিয়ে দন্ড বিরোধের জেরে চুরির অপবাদের অভিযোগ

পীরগাছায় ৯ বছরের প্রতিবন্ধী শিশু, ধর্ষণচেষ্টা মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ৯ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. মাহবুবার রহমানকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মনীকুন্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে  আটক করা হয়। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।এর আগে গত ২৬ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আপ্তাব উদ্দিন হাশিম গ্রামের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় পীরগাছা থানায় ভুক্তভোগীর পরিবার থেকে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।আসামী মাহবুবার রহমান একসময় বিভিন্ন কোচিং সেন্টার, কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তার বিরুদ্ধে ইতঃপূর্বেও এরকম বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান।ভুক্তভোগী শিশুটির মা জানান, তার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না। অনেকটা মানসিক প্রতিবন্ধী। মাহাবুবার রহমান জমির আবাদ দেখাশোনার সুবাদে প্রতিনিয়ত শিশুটির বাড়ির পাশে আসা-যাওয়া করেন। গত ২৬ মার্চ সকালে তিনি তার মেয়েকে বাসায় রেখে কাপড় ধুতে পার্শ্ববর্তী পুকুরে যান। হঠাৎ মেয়ের চিৎকারে বাড়িতে ছুটে গিয়ে দেখেন তার মেয়েকে মাহাবুবার রহমান ধর্ষণের চেষ্টা করছেন। ঘটনা দেখে তিনি চিৎকার দিয়ে মানুষজনকে ডাকলে মাহবুবার ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়।শিশুটির মা আরও জানান, এর আগেও তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিলেন মাহবুবার। সে সময় মান-সম্মানের ভয়ে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আপস-মীমাংসা করে দেওয়ায় তারা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করেননি। তবে এবার তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নূরে আলম সিদ্দিকী বলেন, আসামী মাহবুবার রহমানকে তারা গ্রেফতারের চেষ্টা চালিয়েছেন। এরই মধ্যে সোমবার রাতে স্থানীয়রা তাকে আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আসে। আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024