গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর কতৃক চলতি আউশ মৌসমে উপজেলার ২ হাজার১শ৭৫জন কৃষকের মাঝে বীনা মুল্যে জনপ্রতি ৫ কেজি করে ধানবীজ,১০ ডিএপি,১০কেজি এমওপি সার বিতারন করা হয়।সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা কৃর্ষিপ্রশিক্ষন হলরুমে বীনামুল্যে সার-বীজ বিতারনে শুভ উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।সহকারী কৃর্ষি সম্প্রসারণ অফিসার মোঃসাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা কৃর্ষি অফিসার কৃর্ষিবিদ রাশিদুল কবির,উপজেলা কৃর্ষিসম্প্রসারন অফিসার কৃর্ষিবিদ মিজানুর রহমান মিজান, সহকারি কৃর্ষি সম্প্রসারন অফিসার সিবলি সাদিক, এসএপিপিও সাইফুল ইসলাম,সম্ননিত প্রেসক্লাবেব প্রতিনিধি,মোশার্রফ হোসেন বুলু,ওশাহজাহান মিঞা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট’স এণ্ড লিগ্যাল এইডস রংপুর বিভাগের সহকারী পরিচালক মো.ফরহাদুল ইসলাম প্রমূখ।উল্লেখ্য যে,চলতি২০২৫ সালের আউশ মৌসুমে উপজেলার ১৫ইউনিয়ন ও এক পৌর এলাকার ২হাজার১শ ৭৫ জন উপকার ভূগি কৃর্ষককে জনপ্রতি ৫কেজি ধানবীজ,১০কেজি ড্যাপ ১০ কেজি এমওপি সার,,এছাড়াও ৪শ জন কৃর্ষকের জনপ্রতি ১কেজি করে তোষাপাট বীজ,৫ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার বিতারণের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।
Leave a Reply