অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের পীরগাছায় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম জামিনুল ইসলাম মুকুল।তিনি উপজেলার পারুল ইউনিয়নের কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।থানা পুলিশ সূত্রে জানা যায়, জামিনুল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকার বিরোধী পোস্ট দিতেন। শনিবার বিকেলে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে দেউতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নূরে আলম সিদ্দিকী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, সরকার বিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির আইনের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে রোববার(২৩মার্চ) সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply