পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র”এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৩ই মার্চ,আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। সকাল (১০:০০)টায় অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখা মাওলানা মোঃ আখতারুজ্জামান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা, কেন্দ্রীয় সূরা সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা মাওলানা মোঃ আব্দুর রহমান।সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা মোঃ শহিদুল আলম। সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা মাওলানা মোঃ সোহরাব হোসেন ওয়ারেস। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা মোহাম্মদ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আত্রাই উপজেলা শাখার সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে মাস্টার মোঃ আশরাফুল ইসলাম বলেন,দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি এবং অগ্রগতির গ্যারান্টি ইসলামী শাসনতন্ত্র।দাওয়াহ, সংগঠন, জ্ঞান আহরণ, প্রশিক্ষণ, জনগণের ঐক্য, মানবতার সেবা,সামাজিক ও শিক্ষার সংস্কার,অর্থনৈতিক মুক্তি, ইসলামী সংস্কৃতির বিকাশ, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের গণআন্দোলন পরিচালনা করতে হবে।”শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
Leave a Reply