1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন আশরাফুল ইসলাম রাজু বোরো ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু বুড়িমারী স্থলবন্দর এখনো পর্যন্ত ফ্যাসিস মুক্ত হয় নি বলে এবি পার্টির বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন শিবগঞ্জে শ্বশুরের কুৎসিত রূপ: পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রাম উপজেলা পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন বিভিন্ন অনুদান নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগের ইউনিয়ন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে সরকারি খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ আত্রাইয়ে আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন কাউনিয়ায় বিসিডিএসের মানববন্ধন লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গাবতলীতে বিএনপি নেতা আবু আছাদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৯ বার পাঠ করা হয়েছে

রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু আছাদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় গাবতলীর পীরগাছা বন্দরে আয়োজিত এ মানববন্ধনে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু আছাদ শুধুমাত্র ব্যক্তিগত ও দলীয় সুবিধা আদায়ের জন্য বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তারা দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে মিথ্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের জড়িয়েছেন তিনি।বক্তারা আরও বলেন, তার রোষানল থেকে রেহাই পাননি রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন মন্ডলও। রাজনৈতিকভাবে হয়রানি ও মানহানির লক্ষ্যে আবু আছাদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনও করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি নেতা হয়েও আবু আছাদের কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীরাই আজ হয়রানির শিকার হচ্ছেন। তারা আবু আছাদকে দ্রুত বিএনপির সকল পদ থেকে বহিষ্কার এবং গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপন মন্ডল, শামছুল আলম, মো. রাকিব, মো. হাকিম, রায়হানসহ গাবতলীর পীরগাছা, সোনারায়, কাগইল ও রামেশ্বরপুর ইউনিয়নের প্রতিনিধিরা।স্থানীয় নেতাকর্মীরা বলেন, গাবতলী উপজেলা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই জনপদে বিএনপি কখনোই চাঁদাবাজ ও মামলাবাজ নেতাদের প্রশ্রয় দেয় না। আবু আছাদ তার স্বার্থসিদ্ধির জন্য দলকে ব্যবহার করে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের হয়রানি করছেন, যা অত্যন্ত দুঃখজনক। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আবু আছাদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024