হামিদুর রহমান,তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতা গানিউল ইসলাম (৬২)চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ৩নং পাঁচন্দর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল চলাকালে দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের মধ্যে ছিলেন বিএনপি নেতা গানিউল ইসলাম, যাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টার দিকে মারা যান গানিউল ইসলাম। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তিনি মৃত্যুবরণ করেন। গানিউলের মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।গানিউলের পরিবার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তার নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।
Leave a Reply