নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দি সানরাইজ কেজি একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২২শে ফেব্রুয়ারী (শনিবার) নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজারে অবস্থিত দি সানরাইজ কেজি একাডেমীর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক দুলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুর রউফ উজ্জল এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: গোলাম রব্বানী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নন্দীগ্রাম সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হযরত আলী, সহকারী অধ্যাপক ইনছান আলী বাবলু, সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের বাংলার প্রভাষক জাকারিয়া লিটন, দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ওমর ফারুক বিন হাবিবি, সাবেক প্রধান শিক্ষক ফরহাদ আলী প্রমুখ।পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply