রাসেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:-
সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে বাল্যবিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বগুড়ার শিবগঞ্জে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পিরব গ্লোবাল মডেল স্কুলে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রয়াস নিরন্তর’ (আপন) এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। শপথে শিক্ষার্থীরা অঙ্গীকার করেন— বাল্যবিবাহ প্রতিহত করবো, নিজে বাল্যবিবাহ করবো না এবং কোথাও এমন বিয়ের খবর পেলে প্রশাসনকে জানাবো। আত্মহত্যার মতো জঘন্য কাজ করবো না। ট্রাফিক আইন মেনে চলবো এবং সড়কে নিরাপত্তা বজায় রাখবো। প্রধান অতিথির বক্তব্য: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে এই তিনটি সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হবে।” সভাপতিত্ব ও আলোচকগণ: অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। বিশেষ অতিথিরা: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ, বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।বিদ্যালয়ের পরিচালক শফিক সরদার এছাড়া, সংগঠনের সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, আসাদুল্লাহ, আব্দুর রহিম, রেশমা খাতুন এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সমাজ পরিবর্তনের প্রত্যয়: বক্তারা বলেন, “এভাবেই যদি সবাই নিজ নিজ জায়গা থেকে ‘আপন’-এর মতো পদক্ষেপ নেয়, তাহলে আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্ষম হবো এবং আত্মহত্যাবিহীন সমাজ তৈরি করা সম্ভব হবে।”
Leave a Reply