1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিলে জিপিএ-৫ পেলেন ৫ জন ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দাউদ গ্রেপ্তার রংপুরে আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের স্কুল  ড্রেস ও দেশি পেয়ারা ফলের চারা বিতরণ পীরগাছায় বাস পুকুরে পড়ে নিহত ৩, আহত ৫০ মিঠাপুকুরে ছড়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া প্রেসক্লাবের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা ভাঙচুর ও আসামী ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার আরও ২

উৎসবমূখর পরিবেশে হতে চলেছে পীরগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯ বার পাঠ করা হয়েছে

উৎসবমূখর পরিবেশে হতে চলেছে রংপুরের পীরগাছায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জনমুখর এলাকা ও মোড়গুলো বর্তমানে প্রার্থীদের সাদা-কালো নির্বাচনী পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে। দীর্ঘ দিন পর আগামী ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে পীরগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বর্তমানে একই মঞ্চে সকল প্রার্থী একত্রিত হয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে নিজের জয় সুনিশ্চিত করতে ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছেন তাঁরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও জমে উঠেছে প্রার্থীদের ভোট প্রচারণা। বিগত সময়ে দলের দুর্দিনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে ভোটারদের কাছ থেকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামীর বিএনপিকে সুস্থ পরিবেশে মেধা-মনন দিয়ে পরিচালনার জন্য এই সম্মেলনে ত্যাগী ও সংগঠন পরিচালনায় দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচন করার কোন বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে আফছার আলী, আমিনুল ইসলাম রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি পদে নাজির হোসেন, এসএম মোবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, আহম্মদ হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সায়েম রাসেল, আব্দুর রশিদ সরকার, আবু সালেহ আহমেদ বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউর রহমান, আব্দুল মান্নান সরদার, আজাদ হোসেন সরকার, জুয়েল হোসেন মন্ডল, রবীন্দ্রনাথ লাহিড়ী, আব্দুস সালাম আজাদ জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীগন সকল বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্লাটফর্মে নিয়ে শহীদ জিয়ার আদর্শকে আকড়ে ধরে অবহেলিত ও নির্যাতিতসহ উপজেলা বিএনপিকে এগিয়ে নিতে নতুন উদ্যমে সবাইকে সঙ্গে নিয়ে আগামীর দেশনায়ক তারেক রহমানের সঙ্গে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার যুদ্ধে অংশ নিতে কাজ করে যাচ্ছেন তারা। আগামী ১৯ ফেব্রুয়ারী উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024