মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আঞ্জুমান বানু’র সভাপতি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী আবু তালিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদ, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার সারোয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, পল্লি বিদ্যুতের ডিজিএম শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মাহাবুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার ওসির প্রতিনিধি ট্রাফিক সার্জন জীবন কুমার, উপজেলা সমন্বকারী ইয়াছিন আলী প্রমুখ।উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।পরে আসন্ন রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply