শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শ্রী সবুজ কুমার বাসফো সহ পরিবারের সদস্য কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বাহাদুর নামে এক ব্যক্তির অকাল মৃত্যু এবং তার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (১২ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া বাজারে মদনেরপাড়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হিরু, ফুলছড়ি থানার বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এ এম সোলেমান হোসেন শহিদ, এবং ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।এসময় বক্তারা বাহাদুরের পরিবারের প্রতি সহানুভূতি জানান এবং দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন সহ সরকারের কাছে আহ্বান জানান।
Leave a Reply