শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
টঙ্গীর ইজতেমার ময়দানে সাদপন্থীদের অতর্কিত হামলায় শুরায়ী নিজামের সাথীদের হত্যা ও হামলা কারীদের বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম নিষেদ্ধের দাবিতে গাইবান্ধা হেফাজতে ইসলাম ও দাওয়াত ও তাবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।সকালে গাইবান্ধার কেন্দ্রীয় বড় মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিস কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধার হেফাজতে ইসলামের জেলা আমীর মাওলানা আব্দুল বাসেছ,সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মানসুর রহমান খান,এম এম মাজেদ সহ অন্যান্যরা। পরে ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জেম হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করে।বক্তারা, টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান।
Leave a Reply