নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি ওই এলাকার আব্দুল হাই খানের ছেলে।
নওগাঁ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘তার নামে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সকালে আদালতে পাঠানো হয়েছে।’
Leave a Reply