লায়ন রাকেশ কুমার ঘোষ স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ মোঃ কালু (৪১) নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই সকালে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ শফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামি হলো ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মোঃ সাচ্চু মিয়ার ছেলে।
ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘কালুর কাছ থেকে আন্ত নগর ট্রেনের ৫ টি টিকিট পাওয়া যায় । ৫টি টিকিটে ১৭টি আসন রয়েছে । অভিযানের সময় তার কাছ থেকে টিকিট বিক্রির ৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। আসামি কালুর বিরুদ্ধে মামলা রুজু করে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে থাকে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply