শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টায় জেলা যুবদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পুনোরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক ভুট্টো এবং মিছিলে অংশ গ্রহন করেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাধারণ সম্পাদক মাহামুদুল নবী টিটুল, যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আলামিন, সদর যুবদলের আহব্বায়ক ইউনুস আলী দুখু।এ ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াতে নেতার হামলায় নিহত হন বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার (৫৫)। তারা এই হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অতিদ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
Leave a Reply