গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার প্রতিবছর ১৬ জুলাইকে‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।দেশের সব সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহীদদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।জুলাই শহীদ দিবস’ সারাদেশের ন্যায় রংপুর তিস্তা ইউনিভারসিটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগ নিয়ে আলোচনানএবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বোর্ড অব ট্রাষ্টিজ তিস্তা ইউনিভার্সিটি মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, তিস্তা ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম,ট্রেজারার সঞ্জীব চৌধুরী, রেজিস্টার আতাউর রহমান, বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষক,ছাত্র ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply