1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রেনের টিকিট কালোবাজারি কালুকে ৫ টি টিকিটসহ গ্রেফতার করেন, রেলওয়ে থানা পুলিশ গাইবান্ধায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যুবদলের বিক্ষোভ মিছিল  নওগাঁতে নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার কাউনিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে তিস্তা ইউনিভারসিটির জুলাই শহীদ দিবস উদযাপন কাউনিয়ায় মিথ্যা ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন  পীরগাছায় অস্ত্রচক্রের হোতাসহ গ্রেপ্তার ২, উদ্ধার ভুয়া লাইসেন্স ও বন্দুক নীলফামারীতে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারকেল গাছ রোপনের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম এবছরের শেষে চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান

নীলফামারীতে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১ বার পাঠ করা হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলামকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে কিশোরগ্যাং ও একটি চক্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অদ্য ১৫ জুলাই (মঙ্গলবার) কিশোরগঞ্জের উত্তর বড়ভিটা (বিন্যাকুড়ি)এলাকায় অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলামের আয়োজনে এই প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে তিনি জানান, গেল দুই মাস যাবত তাঁর কর্মস্থলের পার্শ্ববর্তী এলাকার শাহনেওয়াজ রিপন (ভোটার আইডি অনুযায়ী নাম রিপন মিয়া) নামের এক যুবক এবং তার কিশোরগ্যাং সদস্যরা পরিকল্পিতভাবে অধ্যক্ষের সামাজিক ও পেশাগত সম্মানহানির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।অভিযোগে বলা হয়, অধ্যক্ষের ফেসবুক আইডি থেকে তার অনুমতি ছাড়া ছবি নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করে, মনগড়া ও বানোয়াট বক্তব্য সংযুক্ত করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এরপর অর্থ দাবির মাধ্যমে হুমকি প্রদান করে। বিষয়টি টের পেয়ে অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলাম ১২ জুলাই কিশোরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে লিখিত অভিযোগ করতে গেলে, তারা তা ঠেকাতে ১৪ জুলাই তার নামে এক মিথ্যা সংবাদ সম্মেলন করে।প্রতিবাদ সংবাদ সম্মেলনে অধ্যক্ষ দাবি করেন, ওই সংবাদ সম্মেলনটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে জড়িত ছিলো রিপন ওতার বাবা মোকলেছার রহমান, আশরাফুল,মনারুল,মোস্তাকিম,লায়লা বেগমের স্বামী মমিনুর সহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জন।তিনি আরও অভিযোগ করেন, এই অপচেষ্টার পেছনে জলঢাকা উপজেলার কথিত সাংবাদিক শাহজাহান বাদশা ওরফে জ্বীনের বাদশার প্রত্যক্ষ মদদ রয়েছে, যিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক পত্রিকা কর্তৃক নিষিদ্ধও হয়েছিলেন।অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024