কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ ইউসুফ আলী কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বালিকা বিদ্যালয়ের দোকান ঘর সংক্রান্ত বিষয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়ে পাল্টা সাংবাদিক সন্মেলন করেছে একই গ্রামের মোঃ আনিছুর রহমান কাজল।সোমবার রাতে জিন্না-চম্পা হলরুমে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৫ সালের ১ ডিসেম্বর কাউনিয়া বালিকা বিদ্যালয়ের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিমের উপস্থিতিতে তার মা মোছাঃ ফাতেমা বেগম (স্বামী মৃত আব্দুল মান্নান) এর নামে ৩০০ টাকার স্ট্যাম্পে দোকান ঘরটি ভাড়া সংক্রান্ত একটি চুক্তিনামা সম্পন্ন হয়। পরবর্তীতে ঘরটি মেরামতের সময় স্থানীয় প্রভাবশালীরা কাজে বাধা প্রদান করেন।তিনি আরও জানান, কিছুদিন পর ইউসুফ আলীর নিকট দোকান ঘরটি ১,৮০,০০০ টাকা নগদ গ্রহণ করে এবং বাকি টাকা পরিশোধের শর্তে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউসুফ আলী দোকান ঘর নিতে অস্বীকৃতি জানিয়ে জামানতের টাকা ফেরত দাবি করেন। টাকা ফিরিয়ে দিতে না পারায় ইউসুফ আলী ও তার স্ত্রী-মেয়েরা মিলে তার উপর হামলা চালায়। পরবর্তীতে তিনি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার ওসি একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটি ১৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বাদী-বিবাদী উভয়ের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেয়।তিনি অভিযোগ করে বলেন, ইউসুফ আলী তার সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আলম ব্যাপারীর নাম জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব সম্মানিত ব্যক্তিবর্গের দোকান বরাদ্দ বা ফেরতের বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই।তিনি এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইউসুফ আলী ইচ্ছাকৃতভাবে বিএনপি এবং দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
Leave a Reply