জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে কাউনিয়া উপজেলা কৃষি অফিসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগের সকল এসএএও গণ। এই প্রকল্পের আওতায় উপজেলা ও পৌরসভার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৪৮০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক মন্ডলিদের নিয়ে ১২০০ ছাত্র-ছাত্রীর মাঝে বেল ২টি, জাম ১টি, কাঠাল ২টি করে ৪৮০০টি গাছের চারা বিতরণ করেন। এই কার্যক্রম কাউনিয়া অঞ্চলে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ও কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply