পারভেজ গাদ্দাফী,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে ১৪ ই জুলাই সোমবার বিকেল ৪ ঘটিকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় উপজেলা সাব রেজিস্ট্রী অফিস সংলগ্ন থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন।এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি কামরুল হাসান সাগর।অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী দল ঢাকা,অ্যাডভোকেট আব্দুল মতিন।আত্রাই উপজেলা যুবদল সভাপতি খোরশেদ আলম।যুগ্ন আহ্বায়ক আত্রাই উপজেলা যুবদল পারভেজ ইকবাল। যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল আশরাফুল ইসলাম লিটন। সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন।যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা,রুবেল হোসেন পাপ্পু। ২ নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। মোল্লা আজাদ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হাসান ও সাধারণ সম্পাদক সাজু মৃধা।বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন । তিনি বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক চেতনার আশার আলো।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি তরুণ নেতৃত্ব তৈরিতে রেখেছেন অসামান্য ভূমিকা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার ধারক ও বাহক। নানা প্রতিকূলতা, মামলার, হামলার এবং নির্বাসিত অবস্থানেও তিনি দল পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে তার নেতৃত্ব ও দূরদর্শিতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা জাগিয়ে তুলেছে। তারেক রহমান সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে করা সব ধরনের ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো। আমরা আত্রাই উপজেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে করা কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply