1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে নিজ উদ্যোগে এলাকার সাধারণ জণগণ নতুন করে রাস্তা নির্মাণ করছেন পীরগাছায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে উপজেলা বিএনপি ঝিনাইদহে ডিবি পরিচয়ে আ.লীগ নেতাকে অপহরনের অভিযোগে আটক ৪ ঢাকায় ভাঙারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল কাউনিয়ায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন বিজ্ঞপ্তি তানোরে বিলুপ্তপ্রায় ধানের গোলা ও ধান ভাঙ্গানো মিল: হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য ঝিনাইদহে পিতার ভূল সিদ্ধান্ত ও কবিরাজের ঝাড়ফুকে প্রান গেল এইচএসসি পরীক্ষার্থীর পীরগাছা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক আব্দুল কুদ্দুছ বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত

পীরগাছায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে উপজেলা বিএনপি

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় চাঁদাবাজি-টেন্ডারবাজি ও মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ডালেজ।নেতাকর্মীদের তারা জানান, পীরগাছা উপজেলায় যারা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালায়, তাদের আমাদের সঙ্গে রাজনীতি করার সুযোগ থাকবে না। এসব কাজের সঙ্গে যারা জড়িত কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, পীরগাছা উপজেলায় সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের যারা চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হুঁশিয়ারি দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ শরিফুল ইসলাম ডালেজ বলেন, ‘কারো নিজস্ব অপরাধের দায় দল নেবে না। আর যারা অপরাধ করে তারা অপরাধী। সে কোন দলের, তা মূল বিষয় নয়। তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। যেকোনো বিশৃঙ্খলারোধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড।যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে, যাচাই সাপেক্ষেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024