ঢাকার মিডফোর্ড এলাকায় ভাঙারী ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ কে নৃশংস ভাবে হত্যা করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে শনিবার রাতে কাউনিয়া উপজেলার ব্যবসায়ী সমাজ বিক্ষোভ মিছিল বের করে।ব্যবসায়ী সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল টি উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে কাউনিয়া গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন রুকাইয়া ডেইরী হাফ ব্যবসায়ী আব্দুর রহিম, সাজ্জাদ ফার্মেসীর মালিক শামীম হোসেন,আক্তারুল ইসলাম জাদু ,পান ব্যবসায়ী মনির হোসেন,মা মিষ্টি ঘরের মালিক শামছুল হক,টেইলার্স ব্যবসায়ী আব্বাস আলী প্রমূখ।বক্তৃারা অতিদ্রুত ভাঙারী ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
Leave a Reply