আগামী সোমবার, ১৪ তারিখ ঢাকাসহ প্রত্যেক বিভাগের শিক্ষা বোর্ডের সামনে এসএসসি ২০২৫ ও এইচএসসি ২০২৫ এর অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত দ্বিতীয় সুযোগ হিসাবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করার জন্য মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হলো।সকল শিক্ষার্থী সমাজ, অভিভাবকবৃন্দ এবং দেশের সকল সচেতন নাগরিকদের আহ্বান জানাচ্ছি—আমাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য।১ বিষয়ে ৪০/৫০+ মার্ক পেয়ে শুধুমাত্র MCQ-তে ১ মার্ক কম থাকায় লক্ষ লক্ষ শিক্ষার্থীকে ১ বছরের জন্য নির্বাসিত করে রাখা অমানবিক।সমাজের অপমান, লাঞ্ছনা, অবহেলা আর মানসিক যন্ত্রণা নিয়ে একটি বছর দুর্বিষহভাবে কাটানো অনেক কঠিন।শিক্ষাব্যবস্থায় ০% সংস্কার করে, পরীক্ষার জটিল পদ্ধতি—CQ-MCQ আলাদা পাশের নিয়মে—আজ প্রায় ৬ লক্ষ শিক্ষার্থীকে অকৃতকার্য করে দেওয়া হয়েছে।আমাদের দাবী, যদি আগামী ১/২ মাসের মধ্যে কমপক্ষে ৩ বিষয়ের ফেল শিক্ষার্থীদের নিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়,লক্ষ লক্ষ শিক্ষার্থী পাশ করে যাবে ইনশাআল্লাহ।© : HSC 2K-25 Cq & Mcq Andolon (Whatsapp Group)
Leave a Reply