রঞ্জিত দাস,রংপুর
রংপুর নগরীর ধর্মদাসপূুর কুঠিপাড়া আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল ড্রেস ও পেয়ারা ফলের চারা বিতরণ করা হয়েছে। সেই সাথে শিশুদের বিভিন্ন ধরনের মৌসুমী ফল আম, কাঁঠাল, কলা ও লটকন ফল) খাওয়ানো হয়। এ সময় স্বর্ণ নারি এ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা বলেন ২০১৮ সাল থেকে কুঠিপাড়া আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটিকে সচল রাখতে সাধ্যমতো সহযোগিতা করে আসছে। উল্লেখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা আলোকিত মানুষ হয়ে উঠবে স্বর্ণ নারী এ্যাসোসিয়েশনের একমাত্র ঐকান্তিক চাওয়া এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্বর্ণনারীএ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সাধারণ সম্পাদক মাহফুজা হাসনাত ডায়না, অর্থসম্পাদিক সামসে আরা পারভিন ও সদস্য লিপসি আরা। এসময় স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক উপস্থিত থেকে সুন্দর ভাবে বিতরণ ও ফল খাওয়ানোর কাজটি সম্পন্ন করেন।
Leave a Reply