কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর কঠোর নজরদারির অংশ হিসেবে এক বিশেষ অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী দাউদ। (১০ জুলাই) ভোর ৫টার দিকে ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দাউদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
Leave a Reply