স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের শ্রদ্ধেয় পরিচালক ও বাংলা সাহিত্যের বিশিষ্ট শিক্ষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে বিপুল উৎসাহ ও ভালোবাসার মাধ্যমে।প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারের শুভ জন্মদিন ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রোববার অনুষ্ঠিত হয়।৭ জুলাই ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টায় রংপুর নগরীর স্বরশৈলী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যারের শতাধিক ছাত্রছাত্রী, সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ী।অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন স্বরশৈলীর সদস্যরা। পরে স্যারের কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিভিন্নজন তাঁকে নিয়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন করেন।জন্মদিনে স্বরশৈলী পরিবারের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন সৃজনশীলতা কামনা করা হয়।এ আয়োজনকে ঘিরে স্বরশৈলী প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ, যেখানে শিক্ষার্থীদের মুখে মুখে ছিল একটাই কথা— “স্যার আমাদের অনুপ্রেরণা, তিনি একজন জীবন্ত কিংবদন্তি।প্রতিষ্ঠার শুরু থেকে স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের নিরলস পথচলায় যিনি প্রেরণার বাতিঘর হয়ে আছেন, সেই স্যারের জন্মদিন উপলক্ষে স্বরশৈলী পরিবারের এই বিশেষ আয়োজন।এই আয়োজনে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারের অনুপ্রেরণামূলক জীবনগাথা, তাঁর কর্মযজ্ঞ এবং সংস্কৃতির প্রতি অবদানের নানা দিক নিয়ে বিশেষ আলোচনা, স্মৃতিচারণ ও আবৃত্তি পরিবেশনা থাকছে।এছাড়াও স্বরশৈলীর বর্তমান এবং প্রাক্তন প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং স্যারকে সম্মাননা প্রদান পর্বও অন্তর্ভুক্ত ছিল।
Leave a Reply