লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থান পুলিশের সাড়াশি অভিযানকালে, অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন, এসআই মোঃ মমিন হোসেন, এএসআই মোঃ আলতাব হোসেন, এএসআই মোঃ আনোয়ারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানাধীন সড়ক বাজার এলাকায় অবস্থান কালে গোপনীয় ভাবে তথ্য পাওয়া যায় যে, ০১ জন ছেলে আখাউড়া সড়ক বাজারের বিভিন্ন স্বর্নের দোকানে কিছু স্বর্ন বিক্রির জন্য ঘোরাফেরা করিতেছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে তাৎক্ষনিক অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন উদ্দিন এর সরাসরি নেতৃত্বে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আখাউড়া সড়ক বাজারের নাইন স্টার হোটেলের সামনে পাকা রাস্তার উপর নজরাধীন অবস্থা থেকে কাঁধে একটি কাঁধ ব্যাগ নিয়ে মোঃ মেহেদী হাসান’কে সন্দেহজনক ভাবে আটক করা হয়। উপস্থিত স্বাক্ষীগনের মোকাবেলায় আটক আসামী মোঃ মেহেদী হাসান(২৪), পিতা-মোঃ হিরণ মিয়া, মাতা-পারুল বেগম, সাং-গোপীনাথপুর(কলেজপাড়া), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এর সাথে থাকা কাঁধ ব্যাগের ভিতরে ১। ০৩ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের চুরি, ওজন-০৫ ভরি ০২ আনা ০৪ রতি ০২ পয়েন্ট, ২। ০৩ টি ২২ ক্যারেটের স্বর্ণের চেইন, ওজন-০১ ভরি ০৯ আনা ০২ রতি ০৭ পয়েন্ট, ৩। ০১ টি ২২ ক্যারেটের স্বর্ণের লকেট, ওজন-০২ আনা ০৪ রতি ০২ পয়েন্ট, ৪। ০১টি ২২ ক্যারেটের স্বর্ণের টিকলী, ওজন- ০৮ আনা ০৫ রতি ০২ পয়েন্ট, ৫। ০২ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের কানের দুল, ওজন-০৩ আনা ০৫ পয়েন্ট, ৬। ০৮ টি ২২ ক্যারেটের স্বর্ণের আংটি, ওজন-০১ ভরি ০৪ আনা ০৫ রতি ০৪ পয়েন্ট, ৭। ০৯ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের কানের দুল, ওজন-০৪ ভরি ১৫ আনা ০৫ রতি ০৬ পয়েন্ট, ৮। ০৪ টি ২১ ক্যারেটের স্বর্ণের চেইন, ওজন-০১ ভরি ১৩ আনা ০৭ পয়েন্ট, ৯। ০৬ জোড়া ২১ ক্যারেটের স্বর্ণের কানের দুল, ওজন-০২ ভরি ১০ আনা ০৩ রতি ০৮ পয়েন্ট, ১০। ০২ টি ২১ ক্যারেটের স্বর্ণের ব্রেসলেট, ওজন-১৩ আনা ০১ রতি ০২ পয়েন্ট, ১১। ০৬ টি ২১ ক্যারেটের স্বর্ণের আংটি, ওজন-০১ ভরি ০৬ আনা ০৫ পয়েন্ট, ১২। ০২ টি দেশীয় তৈরী আংটি, ওজন-০৪ আনা ০৪ রতি ০৩ পয়েন্ট সহ সর্বমোট ২০ ভরি ১৫ আনা ০৩ রতি স্বর্নালংকার এবং বিভিন্ন নোটের নগদ ১৮৫০/- টাকা পাইয়া উদ্ধার পূর্বক বাদীর শনাক্ত মতে উল্লেখিত স্বর্নালংকার জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উল্লেখ্য যে, -১৩/০৬/২০২৫ ইং তারিখ, দুপুর অনুমান ০১. ঘটিকা হইতে ১৪/০৬/২০২৫ ইং তারিখ, সকাল অনুমান ০৮. ঘটিকার মধ্যে যেকোন সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, দূর্গাপুর দূর্গাপুর গেইট সংলগ্ন বাদীর স্বামী টিপু মিয়ার দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের দোতলার বাথরুমে একযাস্ট ফ্যান ভাঙ্গিয়া ভিতরে একাধিক কক্ষে প্রবেশ করিয়া অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোতলার উত্তর পশ্চিম পাশের রুমে থাকা ওয়ারড্রপের ড্রয়ার ভেঙ্গে স্টীলের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে আলমারির সিন্দুকের ভিতর থেকে ০১। ০৩ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের চুরি, ওজন-০৫ ভরি ০২ আনা, ০২। ০৩ টি ২২ ক্যারেটের স্বর্ণের চেইন, ওজন-০১ ভরি ০৯ আনা, ০৩। ০১ টি ২২ ক্যারেটের স্বর্ণের লকেট, ওজন-০২ আনা, ০৪। ০১টি ২২ ক্যারেটের স্বর্ণের টিকলী, ওজন- ০৮ আনা, ০৫। ০২ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের কানের দুল, ওজন-০৩ আনা, ০৬। ০৮ টি ২২ ক্যারেটের স্বর্ণের আংটি, ওজন-০১ ভরি ০৪ আনা, ০৭। ০৯ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের কানের দুল, ওজন-০৪ ভরি ১৫ আনা, ০৮। ০৪ টি ২১ ক্যারেটের স্বর্ণের চেইন, ওজন-০১ ভরি ১৩ আনা, ০৯। ০৬ জোড়া ২১ ক্যারেটের স্বর্ণের কানের দুল, ওজন-০২ ভরি ১০ আনা, ১০। ০২ টি ২১ ক্যারেটের স্বর্ণের ব্রেসলেট, ওজন-১৩ আনা, ১১। ০৬ টি ২১ ক্যারেটের স্বর্ণের আংটি, ওজন-০১ ভরি ০৬ আনা, ১২। ০২টি দেশীয় তৈরী আংটি, ওজন- ০৪ আনা, ১৩। ০৩ টি ২২ ক্যারেটের স্বর্নের রুলি, ওজন ০৬ ভরি, ১৪। ০৮ জোড়া ছোট বড় স্বর্নের কানের দুল, ওজন অনুমান ০৩ ভরি, ১৫। ০৩ টি বিভিন্ন জিজাইনের স্বর্নের আংটি, ওজন অনুমান ২.৮ ভরি, ১৬। ০১ টি ২২ ক্যারেটের স্বর্নের ছোট চেইনের নেকলেস, ওজন অনুমান ০১ ভরি, ১৭। ০১ টি স্বর্নের ব্রেসলেট, ওজন অনুমান ৮ আনা, ১৮। ০১ টি ২২ ক্যারেটের স্বর্নের বড় তুর্কি ব্রেসলেট, ওজন অনুমান ০৬ ভরি, ১৯। ০২ টি স্বর্নের চুরি, ওজন ০১ ভরি, ২০। ০২ টি স্বর্নের চেইন, ওজন ০১ ভরি, ২১। ০১ জোড়া স্বর্নের কানের দুল, ওজন ০১ ভরি, সর্বমোট অনুমান ৪২ ভরি ০৫ আনা ওজনের বিভিন্ন স্বর্নালংকার এবং বিভিন্ন রুমে থাকা ০৩ টি টাকা রক্ষিত মাটির ব্যাংক, যাহাতে অনুমান ৩০,০০০/- টাকা সহ সর্বমোট চোরাই মূল্য ৫৯,৫৪,০০০/-(ঊনষাট লক্ষ চুয়ান্ন হাজার) টাকা চুরি করিয়া নিয়ে যায়। ১৪/০৬/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৮. ঘটিকার সময় বাড়ীর মালিক মোছাঃ শান্তা আক্তার(৩৩), পিতা-মোঃ আব্দুল সালাম, স্বামী-টিপু মিয়া, সাং-দূর্গাপুর, আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এর দোতলার ০৪ টি রুমের সকল কিছু এলোমেলো, খোলা ও বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গা এবং বাথরুমের একযাস্ট ফ্যান ভাঙ্গা দেখতে পায়। উক্ত চুরি সংক্রান্তে থানায় অভিযোগ দায়ের করিলে আখাউড়া থানায় চুরি মামলা রুজু করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে, মেহেদী হাসান নামক এক যুবকের ব্যগ থেকে এ স্বর্ণালংকার উদ্ধার করা হবে। এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে থাকে আদালতে প্রেরণ করা হয।
Leave a Reply