লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এস.আই মোঃ জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২৭/০৫/২০২৫ ইং তারিখ, দুপুর ১২টা ৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন সড়ক বাজারস্থ ভূইয়া রেস্ট হাউজের দোতলার কক্ষে মহিলা ও পুরুষ অসামাজিক কাজে লিপ্ত হইয়া এলাকার লোকজনদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও বিরক্তি সৃষ্টি করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ও ফোর্স ইং-২৭/০৫/২০২৫ তারিখ, ১২টা.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন সড়ক বাজারস্থ ভূইয়া রেস্ট হাউজের দোতলার একটি কক্ষে উপস্থিত হইয়া উক্ত কক্ষে থেকে ০১। মোঃ জসিম ভূইয়া(৪৪), পিতা-রেয়াছত আলী ভূইয়া, সাং-ছোট কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। নয়ন আক্তার(৪৫), পিতা-মৃত হরমুজ আলী, মাতা-মৃত জহুরা বেগম, সাং-সেন্দ(নোয়াআটি), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কালে আটক করাহয়। আটক আসামীদ্বয় অবৈধ ভাবে একই রুমে অবস্থান করে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদে তাহারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাহারা আমলযোগ্য অপরাধে জড়িত থাকায় তাহাদেরকে ফৌঃকাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার পূর্বক পেনাল কোডের ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি গণকে আদালতে প্রেরণ করা হয়েছে। উনি আরো জানান, যেখানে অন্যায় যেখানে দুর্ঘটনা খবর পেলেই সেখানে পুলিশ।
Leave a Reply