জহির রায়হান, কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ার গালর্স স্কুল মোড়ের ফল ব্যবসায়ী আব্দুল কাদেরের দোকানে পাওয়া যাচ্ছে সুস্বাদু হিমসাগর আম সহ নানা রসালো ফল। জৈষ্ঠ্যমাস মধু মধু মাস খ্যাত মাস। এমাসে আম,জাম,কাঁঠাল, লিচু, তরমুজ সহ নানা রসালো ফল পাওয়া যাচ্ছে ।টেপামধুপুর রোড সংলগ্ন কাদের ফল ভান্ডারে। ফল ব্যবসায়ী আব্দুর বলেন তার ফলভান্ডারে হিমসাগর আম ৮০ টাকা কেজি, এছাড়াও বড় আপেল ৩০০ টাকা কেজি,পুজি লাল আঙ্গুর ৫০০ টাকা কেজি, সাদা আঙ্গুর ৪০০ টাকা কেজি, কমলা ৩২০ টাকা কেজি, তরমুজ ৪০ টাকা কেজি, সিলেটের আনারস ৭০ টাকা কেজি, কাঁঠাল আকার অনুযায়ী ১০০ থেকে দেড়শ টাকা দরে বিক্রি হচ্ছে।ক্রেতা লিটন মিয়া বলেন দিন দিন ফল মুলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে ফলমুল কিছু দিন মুখেই ওঠবে না।
Leave a Reply