সাঈদ হাসান,পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধান কাটতে গিয়ে৷ বিদ্যুৎ স্পর্শে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট টেপুরগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ভজে মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে আমিন মেম্বারের জমিতে বোরো ধান কাটছিলেন দিন মজুর সুলতান হোসেন। এ সময় পাশ ধানক্ষেতে পরে থাকা বৈদ্যুতিক তার শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সরিসরি গিয়ে দেখা যায়, কালিরহাট বাজার থেকে প্রায় দুই কিলোমিটার অবৈধভাবে বাঁশে খুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয় স্থানীয় কয়েকজন। গত এপ্রিলের শুরুতে ঝড়ের কারনে খুটি ভেঙ্গে ধান ক্ষেতে বিদ্যুতের তার পরে থাকে। অনেক দিন ধরে এলাকবাসী তাদের খুটি মেরামত করার অনুরোধ করলেও কর্ণপাত করেনি তারের মালিক শাহাবুদ্দিন। জানায়ায় ওই অবৈধ সংযোগটি ওই এলাকার ফরিদুল ইসলাম, নাসির, শাহাবুদ্দিন, গিয়াস উদ্দিন, শাহাজ উদ্দিন, আপিল উদ্দিন ও আব্দুর রহিম এই সাত জন ব্যক্তি ব্যক্তিগতভাবে সংযোগটি নিয়েছিলেন। এ বিষয়ে ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি জীবিকা নির্বাহের জন্য ঢাকায় থাকি। বিদ্যুতের তার মেরামতের জন্য গত একমাস আগে আমি সাহবুদ্দিনকে ৭০০ টাকা পাঠিয়েছি। এবিষয়ে নেসকোর নির্বাহী কর্মকর্তা, জানান নিভাবে বাঁশের খুটির মাধ্যমে লাইন দেওয়া হয়েছে তা তিনি জানেননা। এলাকাবাসীর দাবি বিদ্যুৎ স্পর্শ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ অফিসের হট লাইনে ফোন করে শাটডাউন দেওয়ার অনুরোধ করা হলে শাটডাউন দেওয়া হয়নি ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিনমজুর সুলতানের। বিষয়টি স্থানীয়ভাবে টাকা দিয়ে মীমাংসা করার পায়তারা চলছে।
পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply