বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বহুল প্রতীক্ষিত ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন আজ এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যবসায়ীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পছন্দের নেতৃত্বকে বিজয়ী করেন।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোল মডেল-নির্বাচনটি পরিচালিত হয় উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোছাঃ মহমিনা বেগম। সহায়তা করেন –মোঃ আব্দুল মোমিন (উপজেলা সমাজসেবা অফিসার), আল-আমিন চৌধুরী (ইউডিএ), মোঃ রহুল আমিন, মোঃ ইমরান আলী, মোঃ তহিদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গণ্যমান্য উপস্থিতিদের উপস্থিতিতে নির্বাচনী মাহাত্ম্য আরও বেড়ে যায়-নির্বাচন উপলক্ষে বাজারে উপস্থিত ছিলেন -মোকামতলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, মোকামতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি রুহুল আমিন ফটু, মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারওয়ার পারভেজ, এসআই মাহবুব ও এএসআই শাহজাহানসহ পুলিশ বাহিনী।ঘোষিত ফলাফল: নেতৃত্বে নতুন মুখ, নতুন আশা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে বিজয়ী হন নিম্নোক্তরা: ১. সভাপতি: জাহিদুল ইসলাম (ছাতা মার্কা) — ৩০১ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজু মিয়া (চেয়ার মার্কা) পান ১৬৩ ভোট। ২. সহ-সভাপতি: আব্দুল মতিন (গরুর গাড়ি), ৩. সাধারণ সম্পাদক: আশরাফুল ইসলাম (তালা), ৪. যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান বাদল (আনারস), ৫. সাংগঠনিক সম্পাদক: মঞ্জু মিয়া (মাইক), ৬. ক্রীড়া ও প্রচার সম্পাদক: আব্দুল ওহাব (ট্রাক), ৭. কোষাধ্যক্ষ: নাসিরুদ্দিন রাজু (আম), নতুন সাধারণ সম্পাদকের অঙ্গীকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় বলেন, “ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব। এই দায়িত্ব আমার জন্য গর্বের, তবে তার চেয়ে বড় দায়িত্ব—সবার আস্থা অটুট রাখা।নেতৃত্বে ভরসা, ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রত্যাশা নির্বাচনের মধ্য দিয়ে মোকামতলা বাজারের ব্যবসায়ীরা যে নেতৃত্বকে বেছে নিয়েছেন, সে নেতৃত্ব আগামী দুই বছর বাজারের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। এই নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়, এটি ছিল একটি অভিজ্ঞান—যেখানে নেতৃত্ব ও দায়িত্ব একত্রে মিলিত হয়েছে ব্যবসায়ীদের কল্যাণে।
Leave a Reply