বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ি গ্রামে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, গত ২১ মে রাত ৯টার দিকে ওই গ্রামের কৃষক শহিদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী (২৬) প্রতিদিনের মতো সন্তানদের নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শহিদুল ইসলাম তখন পার্শ্ববর্তী বাজারে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন, তার শয়ন ঘরের মেঝেতে তার স্ত্রী ও বাবা সাকানুর (৫২) বিবস্ত্র অবস্থায় রয়েছেন। মুহূর্তেই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে অভিযুক্ত সাকানুর কৌশলে পালিয়ে যায়।এ ঘটনার পরদিন, ২২ মে সকালে ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply