1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা আখাউড়ায় ৫ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৬ চাটমোহরে কয়েক ঘণ্টার ব্যবধানে আরো পাঁচ গরু চুরি গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব রংপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোগক্তা সোহেল রানা নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল তানোরে ‘পার্টনার’ কংগ্রেসে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে উদ্দীপনা: প্রধান অতিথি ছিলেন ডা. আজিজুর রহমান

তানোরে ‘পার্টনার’ কংগ্রেসে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে উদ্দীপনা: প্রধান অতিথি ছিলেন ডা. আজিজুর রহমান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩১ বার পাঠ করা হয়েছে

হামিদুর রহমান,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
তানোর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)”—এই প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় তানোর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডা. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক উম্মে ছালমা। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ও সম্প্রসারণ কর্মকর্তারা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পার্টনার প্রকল্প বাংলাদেশের কৃষি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার এক যুগান্তকারী উদ্যোগ। এটি গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও রেজিলিয়েন্স বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, সরকার কৃষিকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে তুলতে যে পরিকল্পনা গ্রহণ করেছে, এই প্রকল্প তারই একটি অংশ।বিশেষ অতিথি উম্মে ছালমা বলেন, “নারী উদ্যোক্তা, কৃষি ভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত সময়োপযোগী।” তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। কংগ্রেসে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয় মাল্টিমিডিয়া স্লাইডের মাধ্যমে।অনুষ্ঠান শেষে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও মতামত শোনা হয়।উল্লেখযোগ্য দিক:’পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন গ্রামীণ অর্থনীতিতে সহনশীলতা বৃদ্ধি পুষ্টিনিরাপত্তা এবং সচেতনতা তানোরে অনুষ্ঠিত এই কংগ্রেস অংশগ্রহণকারীদের মধ্যে গভীর আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে। অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024