জহির রায়হান,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় বাসের ধাক্কায় এস এস সি পরীক্ষার্থী সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম লন্ডী মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে স্ত্রী রুবিনা বেগম(৩২)তার শিশু সন্তান রহমত আলী (০২) এবং এস এস সি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা(১৬)কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম রংপুর মহাসড়কে মীরবাগ জুম্মার নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রবিনা বেগম (৩২) পুত্র রহমত আলী (০২) এবং ভাতিজি আফসানা বেগম স্নেহা(১৬) সহ একই পরিবারের ৩ জন ঘটনা স্থলে প্রাণ হারিয়েছে। আফসানা বেগম স্নেহার আজকেই ছিল এস এস সি’র শেষ পরীক্ষার দিন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের শোকের মাতম চলছে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
Leave a Reply