হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী আল মাদ্রাসাতুল ইসলাহিয়া মাদ্রাসায় তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে চরম জনরোষের মুখে পড়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, প্রতিষ্ঠানটির সুপার এবং জেলা শিক্ষা অফিসের (ডিডি) প্রতিনিধি।শুক্রবার (৯ মে) সকাল ১০টায় সহকারী শিক্ষক, অফিস সহকারী এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার শুরু থেকেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে থাকেন স্থানীয় অভিভাবক, শিক্ষক প্রতিনিধি, সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের অভিযোগ, আগে থেকেই নির্দিষ্ট প্রার্থীদের চাকরি দিতে পূর্বপরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত অভিভাবকরা জানান, মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে টাকার বিনিময়ে চাকরি বিক্রির চেষ্টা করা হচ্ছে। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মাদ্রাসা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার প্রতিষ্ঠান। এখানে যদি টাকা দিয়ে চাকরি কেনাবেচা হয়, তবে সেই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়োগ বোর্ড কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিয়োগ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় মাদ্রাসা কমিটির সভাপতি, সুপার এবং ডিডির প্রতিনিধি ঘটনাস্থল ত্যাগ করেন।এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, স্থানীয় জনগণ দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি ও প্রকৃত যোগ্যদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply