পারভেজ গাদ্দাফী,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
বাংলার ২৫শে বৈশাখ হলো বাংলা কবি, নাট্যকার, সংগীতস্রষ্টা ও চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিঁনি ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ (তথা ৭ই মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন।এই দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয়। পঁচিশে বৈশাখ উপলক্ষে বাংলাদেশে রবীন্দ্রনাথের সাহিত্য ও সংগীত স্মরণ করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।সোমবার (২৫ বৈশাখ) ৮ মে ২০২৫ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহাসিক পতিসর কুঠিবাড়িতে আয়োজন করা হয় ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,রেজিস্টার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ ইফতিখারুল আলম মাসুদ। অধ্যক্ষ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, প্রফেসর ডঃ মুহাম্মদ বেলাল হোসেন। সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ,ডঃ মোহাম্মদ শামসুল আলম।সাহিত্যপ্রেমী শত শত মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে দিনটি পালিত হয় শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্য প্রেমী মানুষ ২৫ বৈশাখ আত্রাই প্রতিসরে এসে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী পালন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৫ বৈশাখ ১৪৩২ বাংলা বিকাল ৩:০০টায় রবীন্দ্র কাচারী বাড়ি প্রতিসর দেবেন্দ্র মঞ্চে বেলুন- ফেস্টুন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বিকেল ৩:১৫মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রতিসর রবীন্দ্র মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।” রবীন্দ্রনাথ ও বাংলাদেশ” বিষয়ক আলোচনা বিকেল ৩ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।বিকেল ৫:০০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পতিসর কুঠিবাড়ি প্রাঙ্গণে সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। জাতীয় ও রবীন্দ্রসংগীতের মাধ্যমে । সূচনা হয় দিনব্যাপী আয়োজনের। এরপর অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। বিকেলে আয়োজন করা হয় আলোচনা সভা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।আলোচনাসভায় বক্তারা রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও শিক্ষাচিন্তার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য।
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। প্রায় সকল টেলিভিশনে ২৫শে বৈশাখের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আত্রাই প্রতিসরে জমিদারি দেখাশোনা করতে এসে অনেক বিখ্যাত কবিতা রচনা করেছেন যেমন আমাদের ছোট নদী, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে,দুই বিঘা জমির মতো বিখ্যাত কবিতা, ছোট গল্প,নাটক,উপন্যাস, তিনি পতিসরে রচনা করেন।তিঁনি সাহিত্যের পাশাপাশি পতিসর এলাকার মানুষের জন্য কৃষি ব্যাংক, স্কুল প্রতিষ্ঠা করেন।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাজশাহী জনাব খন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি বলেন, রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের এক মহীরুহ, যিনি প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার (সাহিত্যে, ১৯১৩) পেয়েছিলেন। পঁচিশে বৈশাখ তাই শুধুমাত্র একটি জন্মদিন নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।“পতিসর রবীন্দ্রনাথের কর্ম ও সাধনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানকার মাটি তাঁর চিন্তায়, সাহিত্যে গভীর প্রভাব ফেলেছিল। এই ঐতিহ্য আমাদের সংরক্ষণ ও চর্চা করা উচিত।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার।তিনি রবীন্দ্রচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “আজকের তরুণ প্রজন্মকে রবীন্দ্রনাথের মানবতাবাদ ও সাহিত্যের দর্শনে উজ্জীবিত করতে হবে।”রবীন্দ্র মেলা কমিটি এ বছর প্রতিসর কলেজ মাঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সাতদিনব্যাপী রবীন্দ্র মেলার মেলার আয়োজন করেছে। উক্ত মেলায় সার্কাস, মোটরসাইকেল,নাগরদোলা, জাদু সহ ছোটদের জন্য আরো অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে।আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও সাধারণ মানুষদের নিরাপত্তার জন্য পতিসরে র্যাব, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা যেন না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।আয়োজক প্রতিষ্ঠান ‘পতিসর রবীন্দ্র পরিষদ’ জানিয়েছে,বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ এই কবির আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়। আগামী বছর এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছ।
Leave a Reply