1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বুধবার, ২১ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা আখাউড়ায় ৫ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৬ চাটমোহরে কয়েক ঘণ্টার ব্যবধানে আরো পাঁচ গরু চুরি গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব রংপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোগক্তা সোহেল রানা নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল তানোরে ‘পার্টনার’ কংগ্রেসে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে উদ্দীপনা: প্রধান অতিথি ছিলেন ডা. আজিজুর রহমান

কন্টেন্ট ক্রিয়েটরদের হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর সাংবাদিক একাদশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৭ বার পাঠ করা হয়েছে

উত্তরবঙ্গের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে জমকালো ক্রিকেট ম্যাচে বিজয়ের হাসি হাসলো রংপুরের উদীয়মান সাংবাদিকদের সমন্বয়ে গঠিত “রংপুর সাংবাদিক একাদশ”সোমবার (৫ মে) বিকেলে কারমাইকেল কলেজ মাঠে এই বন্ধুত্বপূর্ণ ম্যাচে সাংবাদিকরা ৮ উইকেটের সহজ জয় তুলে নেয়।প্রথমে ব্যাট করতে নেমে কন্টেন্ট ক্রিয়েটর একাদশ শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় তারা নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়, দলের পক্ষে নাট্যকর্মী রঞ্জু ও রাজু কিছুটা প্রতিরোধ গড়েন, তবে বাকি ব্যাটসম্যানরা সাংবাদিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি।জবাবে ব্যাট করতে নেমে রংপুর সাংবাদিক একাদশের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন। ওপেনার রাসেল রবিন ও আলমগীর হোসেনের দৃঢ় জুটিতে জয়ের ভিত রচিত হয়। পরবর্তীতে রোকন ও সুলতান মারজান (হৃদয়) ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন, সাংবাদিক একাদশ মাত্র ৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।রংপুর সাংবাদিক একাদশের খেলোয়াড়রা হলেন: আজমীর (অধিনায়ক), আলমগীর হোসেন, নাসির, সুলতান মারজান (হৃদয়), রোকন, সাকিব, নাজিম, মনির, আলামিন, বিপ্লব, রাসেল, রাসেদ, মোস্তফা, মোস্তফা, সিয়াম, আরহাম ও আরাফাত।অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর’স একাদশে অংশগ্রহণ করেন: নাট্য কর্মী রঞ্জু (অধিনায়ক), আরমান হোসাইন, তালেব ভাইজান, শামিম হোসেন, রাজু আহমেদ, শেখর সরকার, এ,বি,এস মুসা, সাইফুল ইসলাম সুমন, এম,এস,বি বাধন, পারভেজ হোসেন, হৃদয় জেজে, সাগর ইসলাম, ফারদীন ইসলাম, কামরুল হাসান শাহ ও আব্দুর রাজ্জাক সবুজ।বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচটি উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর ও রংপুরের সাংবাদিকদের মধ্যে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024