1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বুধবার, ২১ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা আখাউড়ায় ৫ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৬ চাটমোহরে কয়েক ঘণ্টার ব্যবধানে আরো পাঁচ গরু চুরি গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব রংপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোগক্তা সোহেল রানা নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল তানোরে ‘পার্টনার’ কংগ্রেসে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে উদ্দীপনা: প্রধান অতিথি ছিলেন ডা. আজিজুর রহমান

গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি’র ওয়ান স্টার সনদ অর্জন

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সার্বিক উন্নয়নে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড এখন দেশব্যাপী আলোচিত একটি প্রতিষ্ঠান। কেএম রিদওয়ানুল বারী জিয়ন ও জয়রিয়া মোস্তারির ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড প্রথমতঃ উপজেলার বেকারত্ব দূরীকরণে অসামান্য ভূমিকা রাখে।ফলে গঙ্গাচড়া উপজেলাসহ উত্তরাঞ্চলের শিক্ষিত বেকারসহ এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান খুঁজে পেয়েছে প্রায় ১৫ হাজার মানুষ।পরবর্তীতে সেই ধারাবাহিকতা শুধুমাত্র বেকারত্ব দূরীকরণেই সীমাবদ্ধ থাকে নি। সমাজের দূস্থ-অসহায় মানুষের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য একদল যৌবন দীপ্ত, উদ্যোমী ও চৌকস যুবক নিয়ে গঠিত হয়েছে, টিম জিয়ন। যাঁরা জিয়নের অনুপস্থিতিতে বন্যার্তদের সহয়তা প্রদান, অসহায় মানুষের বাড়ি নির্মাণ,কন্যাদায় গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান,অসহায় রোগীর চিকিৎসা ব্যয় বহন,মসজিদ,মাদ্রাসা,মন্দির নির্মানের মত সমাজিক ইতিবাচক কাজগুলো সম্পূর্ণ করে ইতোমধ্যে স্টেডফাস্ট কুরিয়ারকে অসহায়-দূস্থ মানুষের ভরসার জায়গায় পরিনত করেছে!বেকারত্ব দূরীকরণে অভাবনীয় সাফল্যের পাশাপাশি ক্রীড়ামোদীদের সুস্থ, স্বাভাবিক জীবন যাপনে উৎসাহী করা এবং মাদকের ভয়াল ছোবল থেকে বিরত রেখে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে পিছিয়ে পরা গঙ্গাচড়াকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ২০২২ সালে “গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি “প্রতিষ্ঠা করে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড।বর্তমানে এই একাডেমিতে ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে কাজ চলছে।বর্তমানে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের প্রশিক্ষণ চলমান থাকলেও পর্যায়ক্রমে প্রতিটি ইভেন্ট শুরু হবে। প্রতিদিন বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে গড়ে প্রায় ১৩০ থেকে ১৫০ জনের মতো ক্রিকেট প্র্যাকটিস করার পাশাপাশি ৫০ থেকে ৬০ জন ফুটবল প্রশিক্ষণ নেন।ফুটবল প্রশিক্ষণের জন্য সরকারি প্রশিক্ষক আসাদুজ্জামান নাসিম থাকলেও স্টেডফাস্টের নিয়োগকৃত স্থানীয় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদুল ইসলাম লুলু,সহযোগী প্রশিক্ষক ওয়াহিদুজ্জামান প্রধান হৃদয়, কিপন আর ক্রিকেট প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন চাঁদ মিয়া। স্টেডফাস্ট কুরিয়ারের নিজেস্ব অর্থায়নে পরিচালিত গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির তিন বছরের পথচলায় সাফল্য হিসেবে গত ২৫-০৪-২০২৫ (শুক্রবার) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির প্রশিক্ষকবৃন্দ ও ব্যবস্থাপক রেজাউল করিম রাযী বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের হাত থেকে FIFA AFC ওয়ান স্টার ফুটবল একাডেমীর সনদ গ্রহণ করেন!এবিষয়ে ফুটবল প্রশিক্ষক সাজেদুল ইসলাম লুলু বলেন, আমরা যাঁরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি, স্টেডফাস্ট যে মহতী উদ্দেশ্যে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছে সেই উদ্দেশ্য স্বার্থক করতে আমরা শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি,দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় পর্যায়ের প্লেয়ার তৈরীর মাধ্যমে গঙ্গাচড়াকে দেশবাসী নতুন করে চিনবে ইনশাআল্লাহ।গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির ব্যবস্থাপক রেজাউল করিম রাযী বলেন, গঙ্গাচড়াকে সার্বিকভাবে এগিয়ে নিতে স্টেডফাস্ট প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে।গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি ইতোমধ্যে FIFA AFC ওয়ান স্টার ফুটবল একাডেমীর সনদ অর্জন, সেই প্রচেষ্টাকে আরও তরান্বিত করবে।স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমি গঙ্গাচড়ার সন্তান হিসেবে, গঙ্গাচড়ার প্রতি আমার দায়বদ্ধতা থেকে জনকল্যাণে কাজ করার চেষ্টা করছি। গঙ্গাচড়া স্পোর্টস একাডেমিও সেই চেষ্টা থেকে প্রতিষ্ঠা করা এবং পর্যায়ক্রমে এই একাডেমিতে প্রতিটি ইভেন্ট সংযুক্ত করে ক্রীড়াঙ্গনে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরীর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024