1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা আখাউড়ায় ৫ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৬ চাটমোহরে কয়েক ঘণ্টার ব্যবধানে আরো পাঁচ গরু চুরি গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব রংপুরে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোগক্তা সোহেল রানা নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল তানোরে ‘পার্টনার’ কংগ্রেসে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে উদ্দীপনা: প্রধান অতিথি ছিলেন ডা. আজিজুর রহমান

ঘরে বসেই প্রতি মাসে অর্ধলক্ষ টাকা আয় করেন শিপন

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৩০ বার পাঠ করা হয়েছে
{"data":{"pictureId":"88b8123866f2495381885a05da30040f","appversion":"6.2.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"effect_type":"tool","effect_id":"edit"},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[],"capability_key":["edit"]}"}

বয়সটা এখনো ২০ পেরোয়নি। গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই তরুণ এখন হয়ে উঠেছেন দেশের শত শত তরুণের অনুপ্রেরণার উৎস। ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি প্রতি মাসে আয় করছেন ৫০/৬০ হাজার টাকা। বলছি স্বপ্নবাজ তরুন শিপন মন্ডলের কথা।শিপনের জন্ম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়নের আছমতপুর গ্রামে। জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে, বর্তমানে তিনি পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।ছোটবেলা থেকেই শিপন মেধাবী, চঞ্চল আর প্রযুক্তিপ্রেমী। মোবাইল ফোন, ল্যাপটপ এবং ইন্টারনেট, প্রযুক্তির প্রতি ছিল তার গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার ডিজিটাল জগতে পথচলা।সময়টা ২০২১ করোনা মহামারির সময় শুরু হয় তার ডিজিটাল জগতে পথচলা। বাবার কষ্টে কিনে দেওয়া একটি ল্যাপটপ নিয়ে ভর্তি হন পার্শ্ববর্তী গ্রামে “লার্ন ফ্রিল্যান্সিং উইথ তুষার” ইন্সটিটিউটে। সেখান থেকে হাতে-কলমে ফ্রিল্যান্সিং শেখেন শিপন। প্রশিক্ষক তরিকুল ইসলাম তুষারের কাছ থেকে ধাপে ধাপে রপ্ত করেন ডিজিটাল মার্কেটিংয়ের নানা কৌশল।পথ চলাটা সহজ ছিল না, শুরুর দিনগুলো ছিল কষ্টের, বাধা-বিপত্তিতে ভরা। কখনো আর্থিক সংকট, কখনো সমাজের মানুষের নানান কটু কথা—সবকিছু অতিক্রম করে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজের একটি জায়গা তৈরি করেছেন।বর্তমানে শিপন একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন দেশ-বিদেশের ক্লায়েন্টদের। পাশাপাশি ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে নিউজ কনটেন্ট তৈরি করছেন যা লাখো মানুষের কাছে পৌঁছেছে এবং সাড়া ফেলেছে।শিপনের লক্ষ্য শুধু নিজের সফলতা নয়—তার চোখে রয়েছে বৃহৎ স্বপ্ন। একদিন নিজে একটি আইটি কোম্পানি গড়ে তুলবেন, যেখানে শত শত তরুণ তরুণীরা কাজ করতে পারবে। কর্মসংস্থান হবে হাজারো স্বপ্নবাজ তরুণদের।শিপন বলেন, আমি মনে করি দেশের চাকরির বাজারে ঘুরে হতাশ না হয়ে ফ্রিল্যান্সিং করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিকে একধাপ এগিয়ে নেওয়া সম্ভব। “সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না। পরিশ্রমই একমাত্র উপায়। অধ্যাবসায় আর আগ্রহ থাকলেই যেকোনো জায়গা থেকে সফল হওয়া যায়। নিজের উপর বিশ্বাস রাখলেই পথ তৈরি হয়।শিপনের সাফল্যে গর্বিত তার পরিবার,আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব এবং এলাকাবাসী। তার এই সফলতা নিঃসন্দেহে বাংলাদেশের তরুণদের জন্য একটি বড় উদাহরণ। তার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সাহসিকতা আজ তাকে করে তুলেছে এক অনুপ্রেরণার নাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024