হামিদুর রহমান,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌরসভার বাজে আকচা গ্রামে বুধবার রাতে ঘটে গেছে এক নির্মম ও বেদনাদায়ক হামলার ঘটনা। তানোর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরীর বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার ১০ বছর বয়সী ভাগনেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। একই হামলায় আহত হয়েছেন বিশ্বজিৎ তের মা। ঘটনার সময় বাড়িতে প্রবেশ করে হামলাকারীরা ভাগিনা ও তার মাকে টার্গেট করে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত করে। ভাগিনা ও তার মা’র চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তারা ঘটনাটিকে গভীর উদ্বেগজনক এবং কাপুরুষোচিত আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি স্পষ্ট অপরাধমূলক হামলা। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং দোষীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এই নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply