মোঃ মজনু মিয়া,গাজীপুর জেলা প্রধানঃ
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লিবিদূত এলাকার লিবার্টি নিটওয়ার লিমিটেড পোশাক কারখানায় গত ২৫ এপ্রিল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে। সরেজমিনে দেখা যায় যৌথবাহিনীর অভিযান ও শ্রমিকদের আন্দোলন। আন্দোলনরত শ্রমিকদের থেকে যানা যায় গতকাল ২৫ এপ্রিল রোজ শুক্রবার দুপুর ১২.৫৫ মিনিটে শ্রমিক শাহআলম নামে (২৫) আয়রনম্যান পাঁচ মিনিট আগে নামাজের উদ্দেশ্যে গেঁটে আসে ম্যানেজার সানোয়ার গেঁটে দাঁড়িয়ে থেকে তাঁকে বের হতে দেখে চড়াও হয়ে তাঁকে হাত দিয়ে আঘাত করে ফলে ঔ শ্রমিক উল্টা আঘাত করে।এর পর ফিনিশিং ম্যানেজার সানোয়ার এর নেতৃত্বে চার স্টাফ তাঁকে ভিতরে চেম্বারে নিয়ে বেধর মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে।
আন্দোলনে সম্পৃক্ত যৌথবাহিনীর বক্তব্য শ্রমিকদের সম্পূর্ণ দাবী তাঁরা ফ্যাক্টরি মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালাচ্ছে।
শ্রমিক আমিনুল ইসলাম বলেন,আমরা আমাদের সমস্ত শ্রমিকের ন্যায্য বিচার ও ন্যায্য অধিকার চাই আমরা সঠিক বিচার চাই আমাদের দাবি গুলো না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
Leave a Reply