1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিলে জিপিএ-৫ পেলেন ৫ জন ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দাউদ গ্রেপ্তার রংপুরে আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের স্কুল  ড্রেস ও দেশি পেয়ারা ফলের চারা বিতরণ পীরগাছায় বাস পুকুরে পড়ে নিহত ৩, আহত ৫০ মিঠাপুকুরে ছড়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া প্রেসক্লাবের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা ভাঙচুর ও আসামী ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার আরও ২

আখাউড়া রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় বিপুল পরিমান মাদকসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার, হয়েছে। গত দুই দিনে ট্রেনে অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সোয়া ৫টার দিকে রেলওয়ে গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম-ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ট্রেনটি আখাউড়া রেলওয়ে এলাকার ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পৌছলে একটি বগিতে তল্লাশী চালিয়ে ১৯৫২ পিস ইয়াবাসহ শীর্ষ মনির হোসেন (২২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত মনির হোসেনে আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মিনারকোট গ্রামের শাহ আলম মিয়ার পুত্র। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মাদক মামলা হয়েছে।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ে গোয়েন্দা পুলিশ নোয়াখালী-ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। ট্রেনটি আখাউড়া রেলওয়ে এলাকার ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রা বিরতি করলে গ বগিতে তল্লাশী চালিয়ে তিন কেজি গাজাসহ মো: হারিছ মিয়া (৬০) ও পারভেজ মোশারফ (২১) নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়িকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত হারিছ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বায়রাউড়া গ্রামের আ: জব্বারের পুত্র। পারভেজ মোশারফ ঢাকা ধমরাই থানার বালিয়া এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র। এ ঘটনায় আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে।

এদিকে বুধবার রাতে আখাউড়া রেলওয়ে কুমার পাড়া কলোনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ ৬ কেজি গাজা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়া রেলওয়ে সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, ট্রেনে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। মাদকের সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024