1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়া প্রেসক্লাবের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা ভাঙচুর ও আসামী ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার আরও ২ নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাবেক এমপি মোশারফ স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আমলের জন্মদিন উদযাপন নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান  ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই ব্যবসায়ী কে অর্থদন্ড প্রদান জগতবেড়ে জমি নিয়ে দন্ড বিরোধের জেরে চুরির অপবাদের অভিযোগ

কাউনিয়ায় যৌতুক না পেয়ে স্বামী মমিনুল গৃহবঁধূ সুমির ওপর নির্মম নির্যাতন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবঁধূকে নির্মম নির্যাতনের পর ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী মমিনুল ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে উপজেলার হরিচরণ লস্কর গ্রামে। এ বিষয়ে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।গুরুতর আহত গৃহবঁধূ সুমি ইয়াসমিন (২৮) বর্তমানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীর পিতা ছফুর উদ্দিন (৪৫) বাদী হয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানাগেছে প্রায় ১২ বছর আগে ইসলামি শরিয়াহ মোতাবেক সুমি ইয়াসমিনের বিয়ে হয় মমিনুল ইসলাম মমিন (৩০) এর সঙ্গে। বিয়ের সময় নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ৭৫ হাজার টাকার যৌতুক দেয়া করা হয়। বিয়ের পর থেকেই স্বামী মমিনুল ইসলাম মাদকাসক্ত ও জুয়ায় আসক্তিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে বাবার বাড়ি থেকে টাকা আনতে স্ত্রী সুমির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। পরিবারের অভিযোগ ২লাখ টাকা যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে সুমিকে চাপ দেওয়া হচ্ছিল। ঘটনার রাতে স্বামী মমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্য তমিজ উদ্দিন, মন্ডল মিয়া, তাইজুদ্দিন ও হাসিনা বেগম মিলে সুমিকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সুমির দুই হাতের কব্জির উপর রগ কেটে দেওয়া হয়। স্থানীয় লোকজন সুমিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই রাতেই হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাতে ১২টি সেলাই দিতে হয়েছে এবং তিনি গুরুতর আহত ছিলেন। ভুক্তভোগীর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তারা গৃহবঁধূর চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তারা বলেন, এমন পাশবিক নির্যাতনের কঠিন বিচার হওয়া উচিত, যাতে আর কোনো মেয়েকে এভাবে নির্যাতনের শিকার হতে না হয়। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিচারের আশায় সুমির বৃদ্ধ পিতা ছফুর উদ্দিন দারে দারে ঘুরছেন ন্যায়বিচারের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024