লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযান পরিচালনাকালে এসআই জহিরুল হক, এএসআই ধীমান বড়ুয়া, এএসআই জহিরুল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ইং-২০/০৪/২০২৫ তারিখ, রাত ০১:১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিণ ইউপিস্থ, নুরপুর সাকিনে বাবুল মিয়ার একতলা বিশিষ্ট বিল্ডিংয়ের উত্তর পশ্চিমের কক্ষ অর্থাৎ আসামী মোঃ রানা মিয়ার বসত কক্ষের খাটের নিচ থেকে মাদকদ্রব্য ০৮(আট) কেজি গাঁজাসহ ধৃত আসামী মোঃ রানা মিয়া(২৪), পিতা-বাবুল মিয়া, সাং-নুরপুর, ইউপি নং-০৫(আখাউড়া দক্ষিণ), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় এবং আসামীর বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-২৬, তাং-২০/০৪/২০২৫ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ রুজু করা হয়।
অপর অভিযান পরিচালনাকালে এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সিআর-৫৬৭/২৪(আখাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। সামসুন্নাহার(৩২), স্বামী-মোঃ শিশু মিয়া, সাং-ধরখার, থানা-আখউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও জিআর-২২৩/২৩ ও ওয়ারেন্টভুক্ত আসামী ২। মোঃ সুজন মিয়া(৩৫), পিতা-মোঃ আজহারুল ইসলাম প্রকাশ আব্দু মিয়া, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-ছতুরাশরীফ, ইউপি-ধরখার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply