1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত গাইবান্ধার আইন ফুলছড়িতে শৃংখলা কমিটির সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত না থাকায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল আখাউড়ায় এমসি বাণিজ্যের দায়ে, হাসপাতালে মালি সোহেল মিয়া বদলী, ভুক্তভোগী হেলাল মিয়া! কাউনিয়ায় বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা; গ্রেপ্তার নেই তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা

দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পাঠ করা হয়েছে

রুস্তম আলী: বিশেষ প্রতিনিধি
রংপুর বিভাগের সবচেয়ে পুরনো শ্রমিক সংগঠনগুলোর একটি রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-রাজ-৮১৮)। বর্তমানে অনিয়ম য়েন নিয়মে পরিণত হয়েছে ও স্বেচ্ছাচারিতার চরম পর্যায়ে পৌঁছেছে। অবস্থাদৃষ্টে মনে এ বিষয়ে দেখার মতো কোন কর্তৃপক্ষ নেই।
অভিযোগে বলা হয়েছে, বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষে ৫ হাজারেরও বেশি পেশাবহির্ভূত ব্যক্তিকে ভুয়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ভোটার তালিকা ও সাধারণ সভার প্রস্তুতির পেছনেও রয়েছে এই ভূয়া সদস্যদের ওপর ভিত্তি করে গোপন পরিকল্পনা। গত ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে উপ-শ্রম পরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর বরাবর লিখিতভাবে এই অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগকারীরা সকলেই এই ইউনিয়নের নিয়মিত ও প্রকৃত নির্মাণ শ্রমিক সদস্য।
অভিযোগের ভাষ্যমতে, বর্তমান কমিটি তিন বছরের মেয়াদে গঠনতন্ত্রের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘন করে ইউনিয়নে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। গঠনতন্ত্রের ১ ও ৪ অনুচ্ছেদ অনুযায়ী ইউনিয়নের কর্তব্য ছিল সদস্যদের নিয়মিত চাঁদা গ্রহণ, পরিচয়পত্র নবায়ন ও সদস্যপদ হালনাগাদ করা। অভিযোগ অনুযায়ী, এই নিয়ম কার্যত উপেক্ষিত।
মেয়াদোত্তীর্ণ কমিটি কুড়িগ্রাম, লালমনিরহাটসহ রংপুর সিটি কর্পোরেশন এলাকার বাইরে অন্যান্য এলাকার পেশাবহির্ভূত হাজার হাজার ব্যক্তিকে সদস্য করে পরিচয়পত্র প্রদান করেছে। এর উদ্দেশ্য ছিল প্রকৃত শ্রমিকদের ভোটাধিকার হরণ এবং অবৈধভাবে নির্বাচনে প্রভাব বিস্তার।
অভিযোগে আরও বলা হয়েছে, এই ভূয়া সদস্যদের ভিত্তিতেই তৈরি করা হচ্ছে ভোটার তালিকা। চলছে সাধারণ সভা ডাকার প্রস্তুতি। একটি অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজনের চেষ্টা শ্রম আইন ও গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন, ইউনিয়নের প্রবীণ সদস্য শ্রমিকরা।
অভিযোগকারীগণ দাবি করেছেন যে, গত ১০ মার্চ ২০২৫, তারা ঘটনার বর্ণনা দিয়ে শ্রম দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন এবং ৯ এপ্রিল একটি তদন্তও পরিচালিত হয়। তবে অভিযোগকারীদের সাথে যোগাযোগ না করে, কোনো মতামত না নিয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। ইউনিয়নের প্রবীণ সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনাকালে দাবি করে বলেছেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ভূয়া সদস্যদের নাম বাতিল করা আবশ্যক। প্রকৃত শ্রমিকদের তথ্য হালনাগাদ ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা; ভূয়া সদস্য দিয়ে অবৈধ সাধারণ সভা আহ্বান বা নির্বাচন করার প্রচেষ্টা স্থগিত রাখা এবং গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে প্রকৃত শ্রমিকদের অধিকার নিশ্চিত করা উচিত। একজন প্রবীণ শ্রমিক নেতা তাঁর মন্তব্যে বলেছেন, এ ধরনের অনিয়ম শুধু একটি সংগঠনকে দুর্বল করে না, এটি শ্রমিক সংগঠনের উপর শ্রমজীবী শ্রেণির আস্থা বিনষ্ট করে।
শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হলে সেখানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে। তার মতে এই অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা না হলে প্রকৃত শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়বে। সংশ্লিষ্ট শ্রম দপ্তরের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করে ইউনিয়নের গণতান্ত্রিক চর্চা পুনঃস্থাপন করা।
এ বিষয়ে জানতে গতকাল শনিবার রংপুরের আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-শ্রম পরিচালক তুষার কান্তি রায়-এর সাথে মুঠো ফোনে কথা হলে, তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি আমার দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024