লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের পরিচালনাকালে এসআই(নিঃ) নজরুল ইসলাম, এসআই মোঃ মমিন হোসেন, এসআই আশিস সূত্রধর, এএসআই আলতাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দায়রা-২১০/২২, জিআর-২৮২/২৯ এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী ১। সাফায়েত হোসেন সাফু, পিতা-ওয়াহেদ আলী, সাং-নুরপুর মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৪২/২৫ এর আমামী ২। রাকিবুল ইসলাম, পিতা-আব্দুল আলিম, সাং-রাজেন্দ্রপুর, 0৩। মোছাঃ হাফেজা বেগম, স্বামী-রাকিবুল ইসলাম, সাং-রাজেন্দ্রপুর, সর্বথানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর ১৮৫/২৫ এর আসামী ৪। জনি চৌধুরী, পিতা-ফারুক চৌধুরী, সাং-সেনারবাদী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
এদেরকে পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply