1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিলে জিপিএ-৫ পেলেন ৫ জন ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দাউদ গ্রেপ্তার রংপুরে আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের স্কুল  ড্রেস ও দেশি পেয়ারা ফলের চারা বিতরণ পীরগাছায় বাস পুকুরে পড়ে নিহত ৩, আহত ৫০ মিঠাপুকুরে ছড়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া প্রেসক্লাবের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা ভাঙচুর ও আসামী ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার আরও ২

শিবগঞ্জে রক্তের সম্পর্ক হারালো মানবতা কলা কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতার উপর পৈশাচিক নির্যাতন

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পাঠ করা হয়েছে

যেখানে রক্তের বন্ধন সবচেয়ে মমতাময়, সেখানেই যখন সেই সম্পর্ক রূপ নেয় হিংস্রতায়, তখন মানবতা চিৎকার করে ওঠে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রামে ঠিক এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে—বাড়ির আঙিনায় রোপণকৃত কলা কাটাকে কেন্দ্র করে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ পিতা নুহু মিয়ার উপর তারই ছেলে ছামছুল মিয়া, পুত্রবধূ ও নাতি মিলে চালিয়েছে নৃশংস নির্যাতন।ভুক্তভোগী নুহু মিয়া জানান, তার ছেলে ছামছুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও অবাধ্য সন্তান হিসেবে পরিচিত। ছামছুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিতভাবে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল এবং তার সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছিল।ঘটনার দিন, গত ইং ৯ এপ্রিল ২০২৫, তারিখে বাড়ির আঙিনায় কলা গাছ থেকে একটি থোড় কাটেন পিতা নুহু মিয়া। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছেলে ছামছুল। সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পিতা নিষেধ করেন। এর জবাবে ছামছুল, তার স্ত্রী ও নাতি মিলে বৃদ্ধ পিতার উপর হামলে পড়ে। কিল-ঘুষি, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বৃদ্ধকে। তার শরীরজুড়ে ছেলা, ফুলা ও নীল রঙের আঘাতের চিহ্ন স্পষ্ট।স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় নুহু মিয়াকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তবে শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে আতঙ্কিত এই বৃদ্ধ আজও স্তব্ধ হয়ে আছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “নিজের গড়া সংসারে আজ আমি অনাহূত। যে সন্তানকে মানুষ করতে জীবন উজাড় করেছি, সে-ই আজ আমার জীবন শেষ করতে চায়।” এ প্রসঙ্গে জানতে চাইলে মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহাবুব বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় এক প্রবীণ শিক্ষক বলেন, “এই ঘটনাটি শুধুই একটি পারিবারিক সহিংসতা নয়, বরং সামাজিক অবক্ষয়ের একটি নগ্ন প্রতিচ্ছবি। সন্তান যখন পিতার উপর হাত তোলে, তখন সমাজের ভিত্তিই নড়বড়ে হয়ে পড়ে।এই করুণ ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—পারিবারিক সম্পর্ক এখন কতটা নড়বড়ে ও সহিংসতায় জর্জরিত। সমাজে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজন পারিবারিক নৈতিকতা চর্চা, আইনের কার্যকর প্রয়োগ এবং সামাজিকভাবে সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিকদের দৃপ্ত পদচারণা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024