লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, অভিযানকালে এসআই(নিরস্ত্র) স্বপন কুমার ভৌমিক, এসআই আশিস সূত্রধর সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৮/০৩/২০২৫ তারিখ, ১৮:১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, আইড়ল সাকিনে জনৈক খলিল মিয়ার বসত বাড়ির সামনে রাস্তার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ৫১(একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ধৃত আসামী হানিফ মিয়া(৫৮), পিতা-মৃত মালু মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-দেবগ্রাম দক্ষিনপাড়া(আমতলী বাজারের পূর্ব পাশে), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় এবং আসামীর বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-২৭, তাং-২৮/০৩/২০২৫খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।অন্য অভিযানকালে এসআই সুমন কান্তি দে, এসআই(নিরস্ত্র) স্বপন কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া থানার মামলা নং-২৭, তাং-২৩/০২/২৫ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী ১। ওবায়েদুল হক ভুট্ট(৩৫), পিতা-হারিজ মিয়া, মাতা-সাহানা বেগম, সাং-জাঙ্গাল, ২। রফিক (৩৭), পিতা-আঃ আলীম, মাতা-আম্বিয়া খাতুন, সাং-নয়াদিল, ৩। মোঃ টিপু মিয়া(২৭), পিতা-মানিক মিয়া, সাং-জাঙ্গাল, সর্বথানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply