জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমীর এ টি এম আজম খান। প্রধান আলোচক ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর আব্দুস সালাম সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুর রহমান ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউনিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি আহসান হাবীব বিপ্লব, ইউনিয়ন শিবির সভাপতি ফয়সাল আহমেদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি গোলাম কিবরিয়া আমিন, বায়তুলমাল সম্পাদক মাসুদুর রহমান, যুব জামায়াতের সভাপতি হামিদুর ইসলাম এবং সেক্রেটারি শাহিন আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা এমদাদুল হক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি রমজান আলী।ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।
Leave a Reply