লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ১১/৩/২০২৫ ইং তারিখে, সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ, ধরখার পশ্চিম দক্ষিনপাড়া সাকিনে জানে আলমের ফিসারির পুকুরে ০১ জন পুরুষ ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ধরখার পুলিশ ফাঁড়ীকে অবহিত করিলে ধরখার পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে জানে আলমের ফিসারির পুকুর হইতে লাশ পানি হইতে উত্তোলন করিয়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া লাশ শনাক্ত পূর্বক ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। অতপর উক্ত ঘটনা সংক্রান্তে মৃত ব্যক্তির স্ত্রী মোসাঃ সালমা(৪০) থানায় আসিয়া লিখিত ভাবে জানান যে, তার স্বামী মৃত আক্কাস আলী(৪৪) গত ০২ বৎসর যাবৎ মাসিক ১০,০০০/-(দশ হাজার) টাকা বেতনে আসামী মোঃ জানে আলম এর নিকট তার ফিসারি পুকুর পাহারাদারের চাকুরী করতো এবং ছুটি নিয়ে মাঝেমধ্যে বাড়িতে আসা যাওয়া করতো। তবে ঘটনার কয়েকমাস পূর্বে তার স্বামী বিবাদী মোঃ জানে আলম’কে তার বেতন বাড়াতে বললে উক্ত বিবাদীর সাথে তার স্বামীর শত্রুতা সৃষ্টি হয়। তখন বিবাদী জানে আলম তার স্বামীর বেতন আটকাইয়া রাখলে তার স্বামী বাড়িতে চলে যায়। তখন বিবাদী মোঃ জানে আলম বাদীর নিজ বাড়ী দক্ষিন রতনপুর, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ নিজ বাড়িতে এসে বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলে ও বিভিন্ন ভাবে ফুসলাইয়া অসৎ উদ্দেশ্যে বাদীর স্বামীকে পুনরায় তার ফিসারি পাহারার জন্য নিয়ে আসে এবং আর কোন বেতন দেয় নাই। বাদীর স্বামী প্রতিনিয়ত বিবাদী মোঃ জানে আলম’কে বেতন দিতে বলা নিয়ে বিবাদীর সাথে মনোমালিন্যতা তৈরী হয়। বিবাদী মোঃ জানে আলম বাদীকে মোবাইল ফোনে প্রায় সময় তার স্বামী মাছ চুরি করে নেওয়ার অভিযোগ দিতো। ১১/০৩/২০২৫ ইং তারিখ, সকাল অনুমান ০৮.০৯ ঘটিকার সময় বিবাদী মোঃ জানে আলম বাদীকে ফোন দিয়ে জানায় তার স্বামী মারা গেছে এবং পানিতে লাশ ভাসতেছে। উক্ত হত্যা সংক্রান্তে মৃত ব্যক্তির স্ত্রী মোসাঃ সালমা(৪০), স্বামী-মৃত মোঃ আক্কাস আলী, সাং-দক্ষিন রতনপুর, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করিলে অফিসার ইনচার্জ, আখাউড়া থানা একটি হত্যা মামলা রুজু করেন। মামলা রুজু হওয়ার পরবর্তীতে ধরখার পুলিশ ফাঁড়ীর অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ১২/০৩/২০২৫ ইং তারিখে ভোর ০৪.৩০ ঘটিকার সময় ধরখার এলাকা হইতে ঘটনায় জড়িত হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ জানে আলম(৩৭), পিতা-মৃত জাড়ু মিয়া, সাং-ধরখার(পশ্চিমপাড়া), ইউপি-ধরখার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply